Dhaka 5:12 pm, Sunday, 27 July 2025

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু

  • Reporter Name
  • Update Time : 01:31:06 pm, Wednesday, 23 July 2025
  • 68 Time View
অজিত কুমার দাশ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় ব্রাকের উদ্যোগে এবং গ্লোবাল ফান্ডের সহযোগিতায় একটি পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) উপজেলার কৈতক হাসপাতালে তিনটি ইউনিয়নের মনোনীত সমাজকর্মীদের অংশগ্রহণে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্রাকের সিসিএইচ (Community Health) কর্মকর্তা মাহমুদুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুয়েব আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জালাল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী আছমা বেগম, চরমহল্লা ইউনিয়নের ইউপি সদস্য নাসির উদ্দিন, জাউয়াবাজার ইউনিয়নের ইউপি সদস্য আ. নুর, আমতর আলী ও আব্দুল জলিল; দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি হারান ধর সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ এবং ছাতকের বিভিন্ন ইউনিয়নের সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৩ সাল থেকে গ্লোবাল ফান্ড বিশ্বব্যাপী স্বাস্থ্য ও জলবায়ু বিষয়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে ব্রাক ছাতকে প্রতি ইউনিয়নে ৯ জন করে সমাজকর্মীকে যুক্ত করে স্থানীয় জনগণকে সচেতন করতে কাজ শুরু করেছে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো—জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা, স্বাস্থ্য বিষয়ে তথ্য ও সহায়তা পৌঁছে দেওয়া এবং পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করা। বক্তারা আশা প্রকাশ করেন, ব্রাকের এই উদ্যোগ ছাতক উপজেলায় জলবায়ু ও স্বাস্থ্যসংক্রান্ত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎৩১ দফা বাস্তবায়নে জয়পুহাটে বিএনপির নেতা এম এ গফুর মন্ডলের গণসংযোগ ও পথসভা 

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু

Update Time : 01:31:06 pm, Wednesday, 23 July 2025
অজিত কুমার দাশ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় ব্রাকের উদ্যোগে এবং গ্লোবাল ফান্ডের সহযোগিতায় একটি পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) উপজেলার কৈতক হাসপাতালে তিনটি ইউনিয়নের মনোনীত সমাজকর্মীদের অংশগ্রহণে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্রাকের সিসিএইচ (Community Health) কর্মকর্তা মাহমুদুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুয়েব আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জালাল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী আছমা বেগম, চরমহল্লা ইউনিয়নের ইউপি সদস্য নাসির উদ্দিন, জাউয়াবাজার ইউনিয়নের ইউপি সদস্য আ. নুর, আমতর আলী ও আব্দুল জলিল; দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি হারান ধর সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ এবং ছাতকের বিভিন্ন ইউনিয়নের সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৩ সাল থেকে গ্লোবাল ফান্ড বিশ্বব্যাপী স্বাস্থ্য ও জলবায়ু বিষয়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে ব্রাক ছাতকে প্রতি ইউনিয়নে ৯ জন করে সমাজকর্মীকে যুক্ত করে স্থানীয় জনগণকে সচেতন করতে কাজ শুরু করেছে।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো—জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা, স্বাস্থ্য বিষয়ে তথ্য ও সহায়তা পৌঁছে দেওয়া এবং পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করা। বক্তারা আশা প্রকাশ করেন, ব্রাকের এই উদ্যোগ ছাতক উপজেলায় জলবায়ু ও স্বাস্থ্যসংক্রান্ত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।