
দিনাজপুরের হিলি সীমান্তে মাদ্রকদ্রব্য অধিদপ্তর ও বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক -২
দিনাজপুর হিলি প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলি সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে বিজিবির সহযোগিতায় দক্ষিন বাসুদেবপুর এলাকা থেকে ৬০০পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় উপজেলার দক্ষিণ বাসুদেব বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে এই মাদ্রকদ্রব্যসহ তাদের আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন- দক্ষিন বাসুদেবপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে পাপ্পু রহমান ও মৃত হাতেম আলীর ছেলে মোফাজ্জল হোসেন।
দিনাজপুর মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকা পাপ্পুর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বেচাকেনা হয় এমন সংবাদের ভিত্তিতে আজকে আমরা বিজিবির সহযোগিতায় অভিযান পরিচালনা করে ৬০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
এদিকে হিলিসিপি বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক এর নেতৃত্বে একটি টহলদল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় কুপিজেসিক ইনজেকশন-৮,৫৫০ টি, ভারতীয় মদ-০৩ বোতল এবং ভারতীয় ফেন্সিডিল ৭৪ বোতল উদ্ধার করে, যার সর্বমোট সিজারমূল্য-১৩,১৬,৬০০/- (তের লক্ষ ষোল হাজার ছয়শত) টাকা।

