
মোঃ তানভীর আল তামিম খাঁন, নাটোর স্টাফ রিপোর্টার
ব্র্যাক মাইক্রোফিনান্স কর্মসূচি সহযোগিতায় নাটোর জেলার সিংড়া উপজেলায় সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি ৮০০ টি গাছে চারা বিতরণ করা হয়েছে।
পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ প্রেক্ষিতে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ব্র্যাক মাইক্রো ফাইনান্স কর্মসূচির পক্ষ থেকে ফলজ বনজ ও ঔষধি ৮০০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাজহারুল ইসলাম যিনি নিজ হাতে ছাত্র/ ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্র্যাকের এই মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন “সামগ্রিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকার ও বেসরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”গাছ বিতরণী অনুষ্ঠানে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম (আনু) অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ব্র্যাকের জেলা সমন্বয়ক জনাব মোঃ মাহফুজুর রহমান, ব্র্যাক সিংড়া উপজেলার এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ সাবির আলী মন্ডল, ব্র্যাক ইউপিজি কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।