Dhaka 5:06 pm, Sunday, 27 July 2025

ফুলতলা পায়গ্রাম কসবায় চোর এবং প্রতারণাকারী সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 01:23:47 pm, Tuesday, 22 July 2025
  • 62 Time View
নিজস্ব প্রতিবেদক 
খুলনা ফুলতলা পায়গ্রাম কসবা থেকে দীর্ঘদিন যাবত চুরি সংগঠিত হচ্ছে। কখনো দিনের বেলা আবার কখনো মধ্যরাতে, ইজিবাইক থেকে ভ্যান একের পর এক চুরি সংগঠিত হচ্ছে, রাস্তার পাশে গরু বেঁধে রাখলে কিছু সময় পর উধাও হয়ে যায়, গ্রামবাসী কোনভাবে কোন প্রমাণ পাচ্ছে না, রাতের অন্ধকারে তালা‌ ভেঙ্গে ‌নাজমুলের ভ্যান নিয়ে যায় চুরি করে, বাধন কাজির গরু রাস্তার পাশে ঘাস খাওয়াতে বেঁধে রাখে আধাঘন্টা পর তার গরুটি আর পাওয়া যায় না, গতকাল রাতে সুজন কাজীর ভ্যান চুরি করে পালাবার সময় শেষ সীমানা জনগণ ধরে ফেলে , চোরের স্বীকারোক্তি মোতাবেক বেরিয়ে আসতে শুরু করে গডফাদারদের নাম, সিন্ডিকেটের প্রধানের নাম, পায়গ্রাম কসবার সন্তান সৈয়দ ইসরাফিল হোসেন রাজু, পিতা সৈয়াদ আমজাদ হোসেন, মনিরামপুর কেশবপুর থেকে চোর এনে গ্রামে একাধিক চুরি করিয়ে চলেছেন, এবং মোবাইল ব্যাংকিং এর প্রতারণাকারী গডফাদার ঘটক ,কবিরাজ জিনের বাদশা,জর্জ সাহেবের শালা, ডিআইজির ভাইরা ওসি সাহেবের একান্ত আস্থাভাজন ,এভাবে তার পথ চলা, এক সপ্তাহ আগে তারই ছেলে, সৈয়দ ইয়াসিন আরাফাত, অভয়নগর থানার ডিবিতে গ্রেফতার করে, প্রতারণা করে ৫০ হাজার টাকা এনেছে অভয়নগর থেকে। শতাধিক মামলার থাকলেও, কোন মামলায় সে গ্রেফতার হয় না, এমনকি যে বিকাশের দোকান থেকে টাকা উত্তোলন করেন। সেই দোকানদার গ্রেফতার হয় কিন্তু মূলত আসামি যে টাকা নেয় সে গ্রেফতার হয় না, সে সর্বসময় থাকে ধরা ছোঁয়ার বাইরে, তাহলে কি কিছু দুষ্কৃতকারী আস্থাভাজন নাকি প্রশাসনের নীরবতা,২০৯ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন থানায় মামলা হলেও গ্রেপ্তার হতে দেখা যায়নি তাকে, সর্বসময় তাকে কোর্টে হাজিরা দিতে দেখা গিয়েছে, গ্রামবাসী চাই প্রকৃত অপরাধী কেন সাজা পায় না, কে তাকে সাহায্য করে ,তাকে সহ, প্রশাসনের জন সম্মুখে আনার প্রয়োজন ।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎৩১ দফা বাস্তবায়নে জয়পুহাটে বিএনপির নেতা এম এ গফুর মন্ডলের গণসংযোগ ও পথসভা 

ফুলতলা পায়গ্রাম কসবায় চোর এবং প্রতারণাকারী সদস্য গ্রেপ্তার

Update Time : 01:23:47 pm, Tuesday, 22 July 2025
নিজস্ব প্রতিবেদক 
খুলনা ফুলতলা পায়গ্রাম কসবা থেকে দীর্ঘদিন যাবত চুরি সংগঠিত হচ্ছে। কখনো দিনের বেলা আবার কখনো মধ্যরাতে, ইজিবাইক থেকে ভ্যান একের পর এক চুরি সংগঠিত হচ্ছে, রাস্তার পাশে গরু বেঁধে রাখলে কিছু সময় পর উধাও হয়ে যায়, গ্রামবাসী কোনভাবে কোন প্রমাণ পাচ্ছে না, রাতের অন্ধকারে তালা‌ ভেঙ্গে ‌নাজমুলের ভ্যান নিয়ে যায় চুরি করে, বাধন কাজির গরু রাস্তার পাশে ঘাস খাওয়াতে বেঁধে রাখে আধাঘন্টা পর তার গরুটি আর পাওয়া যায় না, গতকাল রাতে সুজন কাজীর ভ্যান চুরি করে পালাবার সময় শেষ সীমানা জনগণ ধরে ফেলে , চোরের স্বীকারোক্তি মোতাবেক বেরিয়ে আসতে শুরু করে গডফাদারদের নাম, সিন্ডিকেটের প্রধানের নাম, পায়গ্রাম কসবার সন্তান সৈয়দ ইসরাফিল হোসেন রাজু, পিতা সৈয়াদ আমজাদ হোসেন, মনিরামপুর কেশবপুর থেকে চোর এনে গ্রামে একাধিক চুরি করিয়ে চলেছেন, এবং মোবাইল ব্যাংকিং এর প্রতারণাকারী গডফাদার ঘটক ,কবিরাজ জিনের বাদশা,জর্জ সাহেবের শালা, ডিআইজির ভাইরা ওসি সাহেবের একান্ত আস্থাভাজন ,এভাবে তার পথ চলা, এক সপ্তাহ আগে তারই ছেলে, সৈয়দ ইয়াসিন আরাফাত, অভয়নগর থানার ডিবিতে গ্রেফতার করে, প্রতারণা করে ৫০ হাজার টাকা এনেছে অভয়নগর থেকে। শতাধিক মামলার থাকলেও, কোন মামলায় সে গ্রেফতার হয় না, এমনকি যে বিকাশের দোকান থেকে টাকা উত্তোলন করেন। সেই দোকানদার গ্রেফতার হয় কিন্তু মূলত আসামি যে টাকা নেয় সে গ্রেফতার হয় না, সে সর্বসময় থাকে ধরা ছোঁয়ার বাইরে, তাহলে কি কিছু দুষ্কৃতকারী আস্থাভাজন নাকি প্রশাসনের নীরবতা,২০৯ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন থানায় মামলা হলেও গ্রেপ্তার হতে দেখা যায়নি তাকে, সর্বসময় তাকে কোর্টে হাজিরা দিতে দেখা গিয়েছে, গ্রামবাসী চাই প্রকৃত অপরাধী কেন সাজা পায় না, কে তাকে সাহায্য করে ,তাকে সহ, প্রশাসনের জন সম্মুখে আনার প্রয়োজন ।