
এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসা শিক্ষার্থীদের জন্য আজ ২১ জুলাই ২০২৫ ইংরেজী তারিখে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়।
সফরের গন্তব্য ছিল সিলেট জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র জাফলং। এই সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রকৃতির সান্নিধ্যে এনে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানো এবং ভিন্ন পরিবেশে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া।
সকাল ৮টায় মাদরাসা প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করি এবং প্রায় চার ঘণ্টার ভ্রমণ শেষে আমরা জাফলং পৌঁছাই। প্রথমেই আমরা খাসিয়া আদিবাসীদের পল্লী পরিদর্শন করি। এরপর আমরা তামাবিল সীমান্ত এলাকা, মেঘালয় পাহাড়ের ঝরনা এবং নদীর তীরে পাথর উত্তোলনের কাজ পর্যবেক্ষণ করি।
মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ (হাফিঃ) বলেন এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা মহান আল্লাহ তা’আলার অপূর্ব সুন্দর মনোহর সৃষ্টি অবলোকন করা এবং ভূগোল, সমাজবিজ্ঞান ও পরিবেশ বিষয়ে বাস্তব জ্ঞান লাভ করেছে। পাশাপাশি তারা দলবদ্ধভাবে চলাফেরা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।
এই ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি তাদের পাঠ্যবইয়ের বাইরে বাস্তব অভিজ্ঞতা দেয় এবং মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকুক—এই কামনা করি।
মাদরাসার ছাত্র, উস্তাদরা ছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব টিপু সুলতান চৌধুরী, সদস্য জনাব তোয়াবুর রহমান তবারক, জনাব কামরান আহমদ চৌধুরী, জনাব হাঃ আব্দুল মুহিত ও whatsapp গ্রুপের এডমিন তোয়াহিদ মিয়া প্রমুখ। সুন্দর এই আয়োজনে সবার মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। মহান আল্লাহ তা’আলা জ্ঞান অর্জনের এই সফরকে কবুল করুন,আমীন।