Dhaka 5:06 pm, Sunday, 27 July 2025

কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট’—টাউনহল সভায় ঘোষণা হাসনাত আবদুল্লাহর

  • Reporter Name
  • Update Time : 07:32:08 am, Thursday, 24 July 2025
  • 121 Time View

 মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

“কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট”—এমন শক্তিশালী ভাষায় বক্তব্য রাখলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে এনসিপির পদযাত্রা সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, “হাসিনা এক সময় দম্ভ করে বলেছিল, কুমিল্লার নামে কু আছে বলে বিভাগ করা যাবে না। আমরা তাকে উৎখাত করেছি, এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। আমরা বলতে চাই—এখন কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট।”

সমাবেশে হাসনাত অভিযোগ করেন, কুমিল্লা উন্নয়নের নামে শোষিত হয়েছে। তিনি বলেন, “এই অঞ্চলের মানুষ আত্মনির্ভরশীল, রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখে। অথচ কুমিল্লার উন্নয়নের নামে যে বিনিয়োগ হয়েছে, তা হয়েছে একটি দলের পকেট ভারী করার জন্য।”

তিনি আরও বলেন, “আমরা আগে উত্তরবঙ্গকে বঞ্চিত ভাবতাম। কিন্তু উত্তরবঙ্গে গিয়ে দেখি কিছু উন্নয়ন হয়েছে। আর কুমিল্লায় এসে দেখি—টানা দুই কিলোমিটার চলার মতো একটি সোজা রাস্তা নেই। ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোডে দুইটি বাসও পাশাপাশি চলতে পারে না! যদি সরকার ঠিক না করে, তবে আমরাই জনগণের টাকা তুলে ঠিক করব।”

কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আওয়ামী লীগ এই কুমিল্লায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। তারা আবার ক্ষমতায় ফিরলে চার কোটি সন্তানের নিরাপত্তা থাকবে না। তাই কুমিল্লার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “কুমিল্লার মানুষ বিএনপি-জামায়াত বা এনসিপির সঙ্গে থাকলে সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো সখ্যতা বরদাশত করা হবে না।”

সমাবেশটি পরিচালনা করেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম।

সভায় আরও বক্তব্য রাখেন: এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা,সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ,যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ,যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির,জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম,যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ,কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাফসা জাহান,কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক সিরাজুল ইসলাম,এনসিপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন জামিল সৌরভ

সভা শুরুতে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করে সভাটি শোকসভা হিসেবে ঘোষণা করা হয়।

পদযাত্রাটি বিকেল পাঁচটায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে টাউনহল মাঠে এসে শেষ হয়। কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা মিছিল করে টাউনহল চত্বরে আসেন এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎৩১ দফা বাস্তবায়নে জয়পুহাটে বিএনপির নেতা এম এ গফুর মন্ডলের গণসংযোগ ও পথসভা 

কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট’—টাউনহল সভায় ঘোষণা হাসনাত আবদুল্লাহর

Update Time : 07:32:08 am, Thursday, 24 July 2025

 মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

“কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট”—এমন শক্তিশালী ভাষায় বক্তব্য রাখলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে এনসিপির পদযাত্রা সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, “হাসিনা এক সময় দম্ভ করে বলেছিল, কুমিল্লার নামে কু আছে বলে বিভাগ করা যাবে না। আমরা তাকে উৎখাত করেছি, এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। আমরা বলতে চাই—এখন কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট।”

সমাবেশে হাসনাত অভিযোগ করেন, কুমিল্লা উন্নয়নের নামে শোষিত হয়েছে। তিনি বলেন, “এই অঞ্চলের মানুষ আত্মনির্ভরশীল, রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখে। অথচ কুমিল্লার উন্নয়নের নামে যে বিনিয়োগ হয়েছে, তা হয়েছে একটি দলের পকেট ভারী করার জন্য।”

তিনি আরও বলেন, “আমরা আগে উত্তরবঙ্গকে বঞ্চিত ভাবতাম। কিন্তু উত্তরবঙ্গে গিয়ে দেখি কিছু উন্নয়ন হয়েছে। আর কুমিল্লায় এসে দেখি—টানা দুই কিলোমিটার চলার মতো একটি সোজা রাস্তা নেই। ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোডে দুইটি বাসও পাশাপাশি চলতে পারে না! যদি সরকার ঠিক না করে, তবে আমরাই জনগণের টাকা তুলে ঠিক করব।”

কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আওয়ামী লীগ এই কুমিল্লায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। তারা আবার ক্ষমতায় ফিরলে চার কোটি সন্তানের নিরাপত্তা থাকবে না। তাই কুমিল্লার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “কুমিল্লার মানুষ বিএনপি-জামায়াত বা এনসিপির সঙ্গে থাকলে সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো সখ্যতা বরদাশত করা হবে না।”

সমাবেশটি পরিচালনা করেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম।

সভায় আরও বক্তব্য রাখেন: এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা,সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ,যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ,যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির,জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম,যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ,কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাফসা জাহান,কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক সিরাজুল ইসলাম,এনসিপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন জামিল সৌরভ

সভা শুরুতে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করে সভাটি শোকসভা হিসেবে ঘোষণা করা হয়।

পদযাত্রাটি বিকেল পাঁচটায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে টাউনহল মাঠে এসে শেষ হয়। কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা মিছিল করে টাউনহল চত্বরে আসেন এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেন।