
মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে ম-রা গরু জ-বাই ও মাংস বিক্রির চেষ্টার অভি-যো-গে হামজা নামের এক কসাইকে ৩ মাসের কা-রা-দণ্ড দিয়েছেন আদালত। দ-ন্ডি-ত হামজা সদর উপজেলার পিরোজপুর গ্রামের পশ্চিমপাড়ার বরকত আলীর ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে, পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দ-ণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে ম-রা গরু জ-বাই ও মাংস শহরে সরবরাহের প্রস্তুতির সময় মো. হামজাকে মাংসহ আ-ট-ক করা হয়। পরে পশু জ-বাই ও মাং-সে-র মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় তাকে ৩ মাসের কা-রা-দ-ণ্ড প্রদান করা হয়।