Dhaka 6:43 pm, Sunday, 27 July 2025

ছাতকে আব্দুল খালিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : 07:37:34 am, Wednesday, 23 July 2025
  • 51 Time View
ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধি  
দায়িত্বে অবহেলা, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছাতকের চরমহল্লা হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২১ জুলাই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিধিমালা ২০২৪-এর ৫৩ (৭) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং তদন্তে তার অনিয়ম প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে। সাময়িক বরখাস্তের সময়কালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, মোস্তাক আহমদ ২০১১ সালের ৮ জুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০২৪ সালে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, যার প্রেক্ষিতে তৎকালীন ইউএনও গোলাম মোস্তফা মুন্নার কাছে অভিযোগ জমা পড়ে। এরপর একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে ইউএনও ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম বলেন, “তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তারেক রহমান রাষ্ট্রপ্রধান হলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

ছাতকে আব্দুল খালিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

Update Time : 07:37:34 am, Wednesday, 23 July 2025
ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধি  
দায়িত্বে অবহেলা, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছাতকের চরমহল্লা হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২১ জুলাই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিধিমালা ২০২৪-এর ৫৩ (৭) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং তদন্তে তার অনিয়ম প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে। সাময়িক বরখাস্তের সময়কালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, মোস্তাক আহমদ ২০১১ সালের ৮ জুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০২৪ সালে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, যার প্রেক্ষিতে তৎকালীন ইউএনও গোলাম মোস্তফা মুন্নার কাছে অভিযোগ জমা পড়ে। এরপর একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে ইউএনও ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম বলেন, “তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”