
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ডের ২০২২-২৩ শিক্ষা বর্ষের ঝিনাইদহের শৈলকুপার এসএসসি, এইচএসসি ও সমমনা পরীক্ষার কৃতি শিক্ষাথীদের মধ্যে পূরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রনালয়ের এসইডিপি প্রকল্পের এ পূরস্কার বিতরণ করা হয়। উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষাথীদের হাতে পূরস্কার তুলে দেন ইউএনও সিগ্ধা দাস। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা সরকারী কলেজের অধ্যক্ষ ড. বিধান কুমার চন্দ্র, সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাইদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: সুলতান আলী