Dhaka 5:16 pm, Sunday, 27 July 2025

তিতাস গ্যাসের অভিযান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে একাধিক স্পটে অভিযান, কোটি টাকার চুরি রোধ ও জরিমানা

  • Reporter Name
  • Update Time : 06:59:59 am, Saturday, 26 July 2025
  • 105 Time View

তিতাস গ্যাসের অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে একাধিক স্পটে অভিযান, কোটি টাকার চুরি রোধ ও জরিমানা

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৩ জুলাই, বুধবার, একাধিক স্থানে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং মোটা অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সিমন সরকারের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঢাকার কামরাঙ্গীরচরে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, পূর্বে বিচ্ছিন্ন করা সত্ত্বেও মেসার্স ক্রোনি এপারেলস লিমিটেড, হাটখোলা, কাশীপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ – অবৈধভাবে ২ ইঞ্চি ব্যাসের সার্ভিস লাইন বসিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল।
অভিযানে অবৈধ বাইপাস লাইন উচ্ছেদ করে মূল উৎস পয়েন্ট থেকে সংযোগটি ‘কিলিং’ করা হয়। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি ও ২০২৫ সালের ১২ মার্চ একই প্রতিষ্ঠান অবৈধ গ্যাস ব্যবহারের কারণে লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিল জরিমানা আরোপসহ মামলা চলমান রয়েছে।

সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের বিশেষ অভিযানে গাজীপুরের কাশিমপুর এলাকায় মেসার্স বিসমিল্লাহ্ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রতিষ্ঠানটির সর্বমোট মাসিক লোড ছিল ১,৭৩৩ ঘনমিটার। সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে আনুমানিক মাসিক ৫২,৮৫৭ টাকার গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিক-উল-আলমের নেতৃত্বে জয়দেবপুর আঞ্চলিক বিক্রয় বিভাগের অধীন মির্জাপুর রোড, বাংলাবাজার ও বাঘের বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনুমানিক ৫০টি দ্বিমুখী ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩০০ ফুট গ্যাস লাইন পাইপ অপসারণ ও জব্দ করা হয়। এক গ্রাহককে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঠালিয়াপাড়া ও নয়াপুর এলাকায় জনাবা মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এর নেতৃত্বে চারটি স্থানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনুমানিক ৩.৫ কিলোমিটার এলাকায় ৮৩০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১৮০ ফুট এমএস পাইপ এবং ৩৫০ ফুট প্লাস্টিক পাইপ জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মিডিয়া ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোঃ আল আমিন এক বিবৃতিতে জানান, অবৈধ গ্যাস সংযোগ রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। গ্যাসের অপচয় রোধ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্রাহকদের বৈধভাবে গ্যাস ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিগত মাসগুলোতে সারাদেশে শতাধিক স্থানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেছে। এ অভিযানে অংশ নিচ্ছে বিভিন্ন সরকারি বিভাগের ম্যাজিস্ট্রেট, নিরাপত্তা বাহিনী এবং তিতাসের নিজস্ব প্রকৌশলীরা।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎৩১ দফা বাস্তবায়নে জয়পুহাটে বিএনপির নেতা এম এ গফুর মন্ডলের গণসংযোগ ও পথসভা 

তিতাস গ্যাসের অভিযান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে একাধিক স্পটে অভিযান, কোটি টাকার চুরি রোধ ও জরিমানা

Update Time : 06:59:59 am, Saturday, 26 July 2025

তিতাস গ্যাসের অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে একাধিক স্পটে অভিযান, কোটি টাকার চুরি রোধ ও জরিমানা

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৩ জুলাই, বুধবার, একাধিক স্থানে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং মোটা অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সিমন সরকারের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঢাকার কামরাঙ্গীরচরে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, পূর্বে বিচ্ছিন্ন করা সত্ত্বেও মেসার্স ক্রোনি এপারেলস লিমিটেড, হাটখোলা, কাশীপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ – অবৈধভাবে ২ ইঞ্চি ব্যাসের সার্ভিস লাইন বসিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল।
অভিযানে অবৈধ বাইপাস লাইন উচ্ছেদ করে মূল উৎস পয়েন্ট থেকে সংযোগটি ‘কিলিং’ করা হয়। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি ও ২০২৫ সালের ১২ মার্চ একই প্রতিষ্ঠান অবৈধ গ্যাস ব্যবহারের কারণে লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিল জরিমানা আরোপসহ মামলা চলমান রয়েছে।

সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের বিশেষ অভিযানে গাজীপুরের কাশিমপুর এলাকায় মেসার্স বিসমিল্লাহ্ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রতিষ্ঠানটির সর্বমোট মাসিক লোড ছিল ১,৭৩৩ ঘনমিটার। সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে আনুমানিক মাসিক ৫২,৮৫৭ টাকার গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিক-উল-আলমের নেতৃত্বে জয়দেবপুর আঞ্চলিক বিক্রয় বিভাগের অধীন মির্জাপুর রোড, বাংলাবাজার ও বাঘের বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনুমানিক ৫০টি দ্বিমুখী ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩০০ ফুট গ্যাস লাইন পাইপ অপসারণ ও জব্দ করা হয়। এক গ্রাহককে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঠালিয়াপাড়া ও নয়াপুর এলাকায় জনাবা মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এর নেতৃত্বে চারটি স্থানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনুমানিক ৩.৫ কিলোমিটার এলাকায় ৮৩০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১৮০ ফুট এমএস পাইপ এবং ৩৫০ ফুট প্লাস্টিক পাইপ জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মিডিয়া ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোঃ আল আমিন এক বিবৃতিতে জানান, অবৈধ গ্যাস সংযোগ রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। গ্যাসের অপচয় রোধ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্রাহকদের বৈধভাবে গ্যাস ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিগত মাসগুলোতে সারাদেশে শতাধিক স্থানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেছে। এ অভিযানে অংশ নিচ্ছে বিভিন্ন সরকারি বিভাগের ম্যাজিস্ট্রেট, নিরাপত্তা বাহিনী এবং তিতাসের নিজস্ব প্রকৌশলীরা।