
নুর ইসলাম নোবেল, রংপুর ব্যুরো প্রধান
আজ (২৬ জুলাই ২০২৫) লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন জনাব এ এইচ এম সফিকুজ্জামান, সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উক্ত পরিদর্শনে যুক্ত ছিলেন জনাব সৈয়দা মুনিরা সুলতানা, লীড, চাইল্ড লেবার এন্ড সেফ ওয়ার্ক ফর ইয়থ, আইএলও বাংলাদেশ; জনাব এডভোকেট সালমা আলী, ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহবায়ক; জনাব ওমর মোঃ ইমরুল মহসিন, মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং আহবায়ক, ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটি; জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ঠাকুরগাঁও; জনাব ইশরাত ফারজানা, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও; জনাব মো: শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রংপুর এবং জনাব জাহেদা পারভীন, সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান। তিনি অতিথিদের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ঘুরিয়ে দেখান এবং জাদুঘরটির বিশেষত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় ইএসডিও’র বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।