Dhaka 5:04 pm, Sunday, 27 July 2025

উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক, বিএনপির উদ্ধার টিম পাঠাতে তারেক রহমানের নির্দেশ

  • Reporter Name
  • Update Time : 11:27:29 am, Monday, 21 July 2025
  • 13 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার 

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেন এবং দলীয় মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই শোকবার্তা দেন। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “উত্তরার ভয়াবহ ও মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আমি নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

তারেক রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি বিএনপির অঙ্গ সংগঠনসমূহ—বিশেষ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া, আহতদের চিকিৎসায় সহায়তা করতে দলীয় মেডিকেল টিমও পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, “মানবিক বিপর্যয়ের এই সময়ে আমাদের রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য। বিএনপি সব সময় মানুষের দুঃখ-দুর্দশার সময় তাদের পাশে থেকেছে, এখনও আছে।”

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ–৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিমান বিধ্বস্তের পরপরই বিস্ফোরণে আগুন ধরে যায় এবং ভবনের কিছু অংশ ভেঙে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত এবং অন্তত ৫০ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। দগ্ধদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকুর্মিটোলা হাসপাতালউত্তরা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশজুড়ে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলসহ নানা মহল থেকে আহতদের পাশে দাঁড়াতে মানবিক আহ্বান জানানো হচ্ছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎৩১ দফা বাস্তবায়নে জয়পুহাটে বিএনপির নেতা এম এ গফুর মন্ডলের গণসংযোগ ও পথসভা 

উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক, বিএনপির উদ্ধার টিম পাঠাতে তারেক রহমানের নির্দেশ

Update Time : 11:27:29 am, Monday, 21 July 2025

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার 

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেন এবং দলীয় মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই শোকবার্তা দেন। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “উত্তরার ভয়াবহ ও মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আমি নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

তারেক রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি বিএনপির অঙ্গ সংগঠনসমূহ—বিশেষ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া, আহতদের চিকিৎসায় সহায়তা করতে দলীয় মেডিকেল টিমও পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, “মানবিক বিপর্যয়ের এই সময়ে আমাদের রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য। বিএনপি সব সময় মানুষের দুঃখ-দুর্দশার সময় তাদের পাশে থেকেছে, এখনও আছে।”

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ–৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিমান বিধ্বস্তের পরপরই বিস্ফোরণে আগুন ধরে যায় এবং ভবনের কিছু অংশ ভেঙে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত এবং অন্তত ৫০ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। দগ্ধদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকুর্মিটোলা হাসপাতালউত্তরা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশজুড়ে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলসহ নানা মহল থেকে আহতদের পাশে দাঁড়াতে মানবিক আহ্বান জানানো হচ্ছে।