
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেন এবং দলীয় মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই শোকবার্তা দেন। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “উত্তরার ভয়াবহ ও মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আমি নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তারেক রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি বিএনপির অঙ্গ সংগঠনসমূহ—বিশেষ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া, আহতদের চিকিৎসায় সহায়তা করতে দলীয় মেডিকেল টিমও পাঠানোর নির্দেশ দেন।
তিনি বলেন, “মানবিক বিপর্যয়ের এই সময়ে আমাদের রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য। বিএনপি সব সময় মানুষের দুঃখ-দুর্দশার সময় তাদের পাশে থেকেছে, এখনও আছে।”