
মোঃ আল আমীন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লামা রসুলগঞ্জ থেকে রসুলগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিনের। বর্ষা মৌসুমে রত্না নদীর পানি বেড়ে গেলে রাস্তাটি ডুবে যায়, ফলে জগন্নাথপুর ও ছাতকের লক্ষাধিক মানুষ চরম ভোগান্তির শিকার হন।
সড়কের পাশে রয়েছে ৫টি কালভার্ট, কিন্তু পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় প্রতিবছরই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ—২০২২ সালের বন্যার পর এখনো পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়নি।
স্থানীয় যুবক, ড্রাইভার সমিতি ও ব্যবসায়ীরা মিলে কয়েক লাখ টাকা খরচ করে নিজেরাই একাধিকবার মেরামত করেন রাস্তাটি। জেলা পরিষদ থেকে মাত্র ২০০ ফুট ইটসোলিংয়ের জন্য ২ লাখ টাকার প্রকল্প নেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মার্চ এন্টারপ্রাইজ তা সম্পূর্ণ করেনি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ঠিকাদার কাজ না করেই চলে যায়, পরে কিছু অংশ আবার রাতের অন্ধকারে কেটে দেওয়া হয়।
স্থানীয় মেম্বার শাহাব উদ্দিন বলেন, “গ্রামবাসী চাঁদা তুলে বারবার মাটি ভরাট করলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।”
এলাকার বাসিন্দা খায়ের মিয়া জানান, “শিশু-কিশোর শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে যাচ্ছে। দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী।”
উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন জানান, “রাস্তা সংস্কারে বরাদ্দ চাওয়া হয়েছে। একই জায়গায় আড়াই কোটি টাকার একটি ব্রিজ প্রকল্পের টেন্ডারও সম্পন্ন হয়েছে। চলতি অর্থবছরেই জরুরি সংস্কার করা হবে।”অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান মার্চ এন্টারপ্রাইজের মালিক লিটন মিয়া দাবি করেন, “আমরা পুরো কাজ সম্পন্ন করেছি।।