
মোস্তাক আহমেদ (বাবু) রংপুর
(২২শে জুলাই রোজ মঙ্গলবার) বিকেল চার ঘটিকার সময় রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদা-নগর ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পের ঘর না পাওয়া বঞ্চিত মানুষেরা আবারো একত্রিত হয়ে,শল্লার-বিল আশ্রয়ন প্রকল্পে মানববন্ধন করেছেন স্থানীয় ভূমিহীন বাসিন্দারা । সরজমিনে গিয়ে দেখা যায়,বিশাল আকারে এই মানববন্ধন টি পরিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
সে সময়,ভুক্তভোগীদের আহাজারীর কথা তুলে ধরেন,গণ অধিকার পরিষদের জেলা সদস্য মোঃ খাইরুল ইসলাম ও উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট জিহাদ হোসেন পাটোয়ারী,এবং এই মানববন্ধনের আয়োজক জুলাই আ- ন্দোলনের সৈনিক,ডাব বিক্রেতা মো,জসিম উদ্দিন বাটুল সহ,স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরাও অংশ নেন মানব- বন্ধনে ।
বক্তারা বলেন,টাকা ছাড়া মেলে না আশ্রয়ণ প্রকল্পের ঘর, এ যেন বৈষম্যের আরেকটি নমুনা উদয় হচ্ছে ২০২৫শে এসে, কেবল তারাই ঘরের মালিক,যারা টাকা দিতে পারছে।
মানববন্ধনে আসা ভূমিহীনরা বলেন,উপজেলা নির্বাহী কর্ম- কর্তার অফিসে মানববন্ধন করা হয়,ও ডিসি অফিসে মানব- বন্ধন করে স্মারকলিপি জমা দেই। তারপরও কেনই বা,সারা মিলছে না,প্রকৃত ভূমিহীনদের ঘর পাওয়ার দিশা। জেলা প্র – শাসক এ ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও তা কতটুকু বাস্তবায়িত হবে,তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় ভূমিহীন বাসিন্দারা। তাই এলাকাবাসীর দাবি,প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতি,ঘর গুলো যেন সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ভূমিহিনদের মাঝে বিতারণের সু-বিচারের করেন।
বক্তরা আরো বলেন,ভূমিহীন অসহায় মানুষের এই প্রকল্পে যারা টাকার বিনিময়ে ঘর নিয়েছেন,এবং যারা টাকার বিনি- ময় ঘর দিয়েছেন,তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানান মানববন্ধনে থাকা নির-আশ্রয় ভূমিহী- নরা । এ বিষয়ে,বর্তমান পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো,রাসেল বলেন,ঘর বিতারণের সময় হয়তো কথিত কিছু অনিয়ম হতে পারে,তা খতিয়ে দেখা হবে,এবং প্রকৃত ভূমিহী- নরা যেন ঘর পান,সে ব্যবস্থা দ্রুত নেয়া হবে।