Dhaka 5:06 pm, Sunday, 27 July 2025

তিতাস গ্যাসের একযোগে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান: বাণিজ্যিক কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মোটা অঙ্কের জরিমানা আদায়

  • Reporter Name
  • Update Time : 01:42:45 pm, Wednesday, 23 July 2025
  • 108 Time View

 মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

দেশজুড়ে অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলার একাধিক এলাকায় একযোগে পরিচালিত অভিযানে অসংখ্য অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক গ্যাস অপব্যবহারকারীদের কাছ থেকে আদায় করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা।

২২ জুলাই মঙ্গলবার, মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে ঢাকা বিক্রয় বিভাগ-৫ এর আওতাধীন কামরাঙ্গীরচরে অভিযান চালানো হয়। শাহজালাল মেটাল নামে একটি খানাডুলি কারখানায় আবাসিক সংযোগ দিয়ে বাণিজ্যিক গ্যাস ব্যবহারের প্রমাণ মেলায় সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়। অভিযানে ৩/৪’’ জি আই পাইপ ১০ ফুট, পিভিসি পাইপ ৩০ ফুট, একটি বুস্টার, ১০ ফুট হুইজ পাইপ ও দুটি পাইপ বার্নার জব্দ করা হয়। কারখানার মালিককে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে জোবিঅ-বন্দর এর আওতায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জাঙ্গাল ও বারপাড়া এলাকায় চালানো অভিযানে প্রায় ৬ কিলোমিটার এলাকায় আনুমানিক ১০০০ টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ২৩০ ফুট লাইন পাইপ, ২৪টি রেগুলেটর এবং ৬টি লকউইং কক জব্দ করা হয়।

গাজীপুর জেলার পূর্ব বারেন্ডা, কাশিমপুর এলাকায় সহকারী কমিশনার মো: শহীদ উল্লাহ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩২টি বাড়িতে ব্যবহৃত ৩০০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় প্রায় ৪৫০ ফুট বিভিন্ন ব্যাসের পাইপ। সম্পূর্ণ অবৈধ চারটি বাড়ির মালিকের কাছ থেকে মোট ২,৭৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতায় ডেমরার ঠুলঠুলিয়া এলাকায় তিনটি স্পটে অভিযান চালানো হয়। অভিযানে শ্রাবণ ওয়াশিং, ব্রাদার্স ওয়াশিং, নিউ কালার ওয়াশিং ও নিউ জিন্স ওয়াশিং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে জব্দ করা হয় ৫৯০ ফুট লাইন পাইপ, ১১টি আবাসিক রেগুলেটর, ২টি কম্প্রেসর, ২টি আবাসিক চুলা, ৪টি পাইপ বার্নার, ১০০ ফুট হোস পাইপ এবং ৬০ ফুট ১” প্লাস্টিক পাইপ। নিউ কালার ওয়াশিং এবং নিউ জিন্স ওয়াশিং-এর মালিকদের কাছ থেকে যথাক্রমে ১ লক্ষ ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও, সম্পূর্ণ অবৈধ ২০টি আবাসিক সংযোগ কিলিং করে বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ না করায় জনাব আজিজুল হক (গ্রাহক সংকেত: ১০১২৪৭১৪)-এর সংযোগটিও বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মিডিয়া ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোঃ আল আমিন জানান, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং গ্যাস অপব্যবহারের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালানো হবে। জনস্বার্থে গঠিত এই বিশেষ অভিযানগুলোতে প্রশাসনের সহায়তায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎৩১ দফা বাস্তবায়নে জয়পুহাটে বিএনপির নেতা এম এ গফুর মন্ডলের গণসংযোগ ও পথসভা 

তিতাস গ্যাসের একযোগে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান: বাণিজ্যিক কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মোটা অঙ্কের জরিমানা আদায়

Update Time : 01:42:45 pm, Wednesday, 23 July 2025

 মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

দেশজুড়ে অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলার একাধিক এলাকায় একযোগে পরিচালিত অভিযানে অসংখ্য অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক গ্যাস অপব্যবহারকারীদের কাছ থেকে আদায় করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা।

২২ জুলাই মঙ্গলবার, মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে ঢাকা বিক্রয় বিভাগ-৫ এর আওতাধীন কামরাঙ্গীরচরে অভিযান চালানো হয়। শাহজালাল মেটাল নামে একটি খানাডুলি কারখানায় আবাসিক সংযোগ দিয়ে বাণিজ্যিক গ্যাস ব্যবহারের প্রমাণ মেলায় সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়। অভিযানে ৩/৪’’ জি আই পাইপ ১০ ফুট, পিভিসি পাইপ ৩০ ফুট, একটি বুস্টার, ১০ ফুট হুইজ পাইপ ও দুটি পাইপ বার্নার জব্দ করা হয়। কারখানার মালিককে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে জোবিঅ-বন্দর এর আওতায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জাঙ্গাল ও বারপাড়া এলাকায় চালানো অভিযানে প্রায় ৬ কিলোমিটার এলাকায় আনুমানিক ১০০০ টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ২৩০ ফুট লাইন পাইপ, ২৪টি রেগুলেটর এবং ৬টি লকউইং কক জব্দ করা হয়।

গাজীপুর জেলার পূর্ব বারেন্ডা, কাশিমপুর এলাকায় সহকারী কমিশনার মো: শহীদ উল্লাহ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩২টি বাড়িতে ব্যবহৃত ৩০০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় প্রায় ৪৫০ ফুট বিভিন্ন ব্যাসের পাইপ। সম্পূর্ণ অবৈধ চারটি বাড়ির মালিকের কাছ থেকে মোট ২,৭৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতায় ডেমরার ঠুলঠুলিয়া এলাকায় তিনটি স্পটে অভিযান চালানো হয়। অভিযানে শ্রাবণ ওয়াশিং, ব্রাদার্স ওয়াশিং, নিউ কালার ওয়াশিং ও নিউ জিন্স ওয়াশিং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে জব্দ করা হয় ৫৯০ ফুট লাইন পাইপ, ১১টি আবাসিক রেগুলেটর, ২টি কম্প্রেসর, ২টি আবাসিক চুলা, ৪টি পাইপ বার্নার, ১০০ ফুট হোস পাইপ এবং ৬০ ফুট ১” প্লাস্টিক পাইপ। নিউ কালার ওয়াশিং এবং নিউ জিন্স ওয়াশিং-এর মালিকদের কাছ থেকে যথাক্রমে ১ লক্ষ ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও, সম্পূর্ণ অবৈধ ২০টি আবাসিক সংযোগ কিলিং করে বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ না করায় জনাব আজিজুল হক (গ্রাহক সংকেত: ১০১২৪৭১৪)-এর সংযোগটিও বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মিডিয়া ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোঃ আল আমিন জানান, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং গ্যাস অপব্যবহারের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালানো হবে। জনস্বার্থে গঠিত এই বিশেষ অভিযানগুলোতে প্রশাসনের সহায়তায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।